বাংলাদেশের জাতীয় প্রতীক
রূপকার: কামরুল হাসান
বর্ণনা: জাতীয় প্রতীকের উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটো করে তারকা।
বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম
রূপকার: এ.এন. এ. সাহা
বর্ণনা: লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ", নিচে এবং উভয় পাশে দুটো করে তারকা।